নলছিটি ইউএনও’র বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অভিযোগ

বিরুদ্ধে ১০ চেয়ারম্যান লিখিত অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন প্রকল্পের অর্ধকোটি টাকার আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারীতার অভিযোগ তুলে রোববার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের কাছে ইউনিয়ন চেয়ারম্যানরা অভিযোগ দায়ের করেন।

অভিযোগে জানাগেছে, সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রকল্পের (এলজিএসপি) ১৪ লাখ টাকা চেয়ারম্যানদের চাপ প্রয়োগ করে নিজেই ঠিকাদারী কাজের মালামাল সরবরাহ করে অধিকাংশ টাকা হাতিয়ে নেন। ২০১০-১১ অর্থবছরে উপজেলার এডিপি’র টাকা ১০টি সাজানো প্রকল্পসহ বিভিন্ন খাতে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছে। এছাড়া ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিনি চেয়ারম্যানদের কাজে নানা প্রকার জটিলতা সৃষ্টি করছেন।

অভিযোগে মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, সুবিদপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার শাহীন, ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান একেএম আবদুল হকসহ উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানই স্বাক্ষর করেছেন। তারা আনীত অভিযোগের ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করে অন্যত্র বদলীরও দাবী জানান।