জিপিএ-৫’র তালিকায় এবারো শীর্ষে অমৃত লাল দে মহাবিদ্যালয়

এবারো শীর্ষ স্থান দখল করেছে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয়। সেখানে পাসের হার ৯৮.১৭ শতাংশ। আর জিপিএ ফাইভ পেয়েছে ২২৩ জন। গতবার জিপিএ ৫ ’র সংখ্যা ছিল ২২০ জন।

২য় স্থানে রয়েছে বরিশাল সরকারী মহিলা কলেজ। পাসের হার ৮৩.২০ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১১৩ জন। ৩য় স্থানে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ। পাসের হার ৮৭.৭৮ শতাংশ। জিপিএ ৫ ফাইভ পেয়েছে ১০৮ জন।

৪র্থ স্থানে বরিশাল ক্যাডেট কলেজে পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪৩ জন। ৫ম স্থানে রয়েছে স্বরুপকাঠি শহীদ স্মৃতি কলেজে পাসের হার ৭৮.৪৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৪০ জন। ৬ষ্ঠ স্থানে রয়েছে পিরোজপুর সরকারী মহিলা কলেজ। পাসের হার ৮২.৪৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩১ জন। ৭ ম স্থানে গৌরনদীর মাহিলারা ডিগ্রি কলেজ। পাসের হার ৮২.৯৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ২৪ জন।  ৮ম স্থানে ভোলার নাজিউর রহমান কলেজ। পাসের হার ৮৩.০৯। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। ৯ ম স্থানে বরগুনা সরকারী কলেজ। পাসের হার ৭২.০৬। জিপিএ ৫ পেয়েছে ২০ জন। ১০ স্থানে রয়েছে স্বরুপকাঠি সরকারী কলেজ। পাসের হার ৭৬.৬২ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন।