বরিশালে মাত্র দশ টাকার জন্য একমাস কারাগারে

কারাগারে। প্রকাশ্যে ধুমপানের জরিমানার টাকা আদায় করতে ভ্রাম্যমান আদালত যুবকের মানিব্যাগে পেলো গাঁজা। এই কারনে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা যুবককে ৫০ টাকা জরিমানা ক্ষমার পর নিজ হেফাজতে গাঁজা রাখার জন্য দেন এক মাসের বিনাশ্রম দন্ড। ঘটনাটি ঘটেছে বরিশালের বানারীপাড়ায় মঙ্গলবার দুপুরে। দন্ডপ্রাপ্ত যুবক বিপ্লব চৌধুরী (২১) সিলেট জেলার দক্ষিন সুরমা লোহার পাড় গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুর দেড়টায় উপজেলার বাসষ্ট্যান্ড এলাকায় প্রকাশ্যে ধুমাপান বিরোধী অভিযান করে ভ্রাম্যমান আদালত। এ সময় সিলেট থেকে স্বরূপকাঠি নানাবাড়ীতে বেড়াতে আসা বিপ্লব বাস থেকে স্ট্যান্ডে নেমে ধুমাপান করছিলো। প্রকাশ্যে ধুমপান করায় আদালতের বিচারক ৫০ টাকা জরিমানা করে। কিন্তু বিপ্লবের কাছে ছিলো ৪০ টাকা। আদালতের সহায়তাকারী পুলিশ ১০ টাকার জন্য তার মানিব্যাগ তল্লাশী করে। তখন মানিব্যাগে পাওয়া যায় ৫ গ্রাম গাঁজা। নিজ হেফাজতে গাঁজা রাখার জন্য  আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ তাকে ৫০ ট্কা দন্ড ক্ষমা করে দেন এক মাসের বিনাশ্রম দন্ড। মঙ্গলবার বিকেলে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মোঃ আব্দুল রব হাওলাদার জানিয়েছেন। এছাড়াও আদালত প্রকাশ্যে ৪ ধুমপায়ীর কাছ থেকে ৫০ টাকা করে ২ শ’ টাকা জরিমানা আদায় করেন।