বরিশাল বোর্ডে বেষ্ট টুয়ান্টিতে ঠাঁই পেয়েছে যেসব প্রতিষ্ঠান

টুয়ান্টিত নির্বাচিত প্রতিষ্ঠানের মধ্যে এবারো শীর্ষ স্থানে ঠাঁই নিয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। এই প্রতিষ্ঠানের র‌্যাঙ্ক পয়েন্ট ৮৬.২৯। 

বেস্ট টুয়ান্টিতে ঠাঁই পাওয়া অপর প্রতিষ্ঠানগুলো হলো অমৃত লাল দে মহাবিদ্যালয় (র‌্যাঙ্ক পয়েন্ট ৭৪.১৬), সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ (৬৬.৮৫), বরিশাল সরকারী মহিলা কলেজ (৬৩.৬২), গৌরনদীর মাহিলারা ডিগ্রি কলেজ (৫৯.১৩), কলাপাড়ার আলহাজ্ব জালাল উদ্দিন কলেজ (৫৮.৭১), পিরোজপুর সরকারী কলেজ (৫৮.৬৪), মেহেন্দিগঞ্জের ভাষানচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয় (৫৮.৬২), পটুয়াখালী মৌকরন বিএলপি ডিগ্রি কলেজ (৫৮.৫৪), বাবুগঞ্জের আগরপুর কলেজ (৫৭.৮২), স্বরুপকাঠি শহীদ স্মৃতি কলেজ (৫৭.১৪), উজিরপুর উপজেলার সৈয়দ আজিজুল হক কলেজ (৫৬.৮৫), কলাপাড়া মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ (৫৬.৬৭), ঝালকাঠি মহিলা কলেজ (৫৬.৪০), বরগুনা সরকারী কলেজ (৫৬.৩৭), গলাচিপার রাঙ্গাবালী কলেজ (৫৬.০১), বাবুগঞ্জ কলেজ (৫৫.৬৭), চরফ্যাশন কলেজ (৫৫.৬৪), স্বরুপকাঠি সরকারী কলেজ (৫৫.৪৮), দৌলত খান আবু আবদুল্লাহ কলেজ (৫৫.৪১)।