চার’শ বছরের পুরনো তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী চাঁদশীর মেলা শুরু আজ

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চাঁদশী শীতলা মন্দিরের চারিপার্শ্বসহ পাশ্ববর্তী প্রায় তিনকিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন পন্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। তবে মেলার বিশেষস্থান দখল করে আছে কাঠের তৈরি নজরকাড়া বাহারি ব্যবহারিক জিনিসপত্র। উঠেছে শিশুদের বিভিন্ন খেলনা সামগ্রীসহ অসংখ্য মালামাল। মেলার আরেক প্রধান আকর্ষন নাগরদোলাতো রয়েছেই। দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে ট্রাক ভর্তি করে আনা হয়েছে কাঠের তৈরি নজরকাড়া বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র।

চাঁদশী শিতলা মন্দিরের সেবাইত (ঠাকুর) হরিপদ চক্রবর্তী (৭০) বলেন, তার স্বর্গীয় পিতা কিরন চক্রবর্তী, ঠাকুর দাদা দিপেন্দ্র নাথ চক্রবর্তীও এ মন্দিরের সেবাইত ছিলেন। তাদের বংশীয় ভগিরাত ঠাকুর প্রায় চার’শ বছর পূর্বে শীতলা মন্দিরটি প্রতিষ্ঠিত করেন। সেই থেকে তাদের বাড়ির নাম হয় শীতলা বাড়ি। কারো কারো কাছে টিকা বাড়ি, ভগিরত ঠাকুরের বাড়ি নামেও এ বাড়িটি পরিচিত। তিনি আরো জানান, যেকোন লোক রোগবালাই থেকে মুক্তি পেতে শীতলা দেবীর মন্দিরে মানত করে আরোগ্য লাভ করেন। বাৎসরিক পূজা ও মেলা উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন এলাকা থেকে মন্দিরের হাজার-হাজার ভক্তের সমাগম ঘটে। বাৎসরিক পূজা উপলক্ষে তিনদিনব্যাপী নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে পূজা অর্চনা, ধর্মীয় আলোচনা, ধর্মীয় সংগীত ও প্রসাদ বিতরন।