আর্কাইভ

শনিবার কালকিনি প্রেসক্লাবের নির্বাচন

নির্বাচন আগামী শনিবার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের সাবেক সভাপতি ইয়াকুব খান শিশির প্রধান নির্বাচন কমিশনার ও কালকিনির সন্তান ঢাকায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন। তৃতীয়বারের মতো গঠিত কমিটির মেয়াদ ৩০জুলাই শেষ হবে। বর্তমান কমিটির সময়েই ২০১১-১২ইং এক বছরের জন্য নতুন কমিটি করা হবে।

উক্ত অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ইউএনও শাহ রিয়াজ, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ খালেকুজ্জামান, পৌর মেয়র এনায়েত হোসেন হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সভানেত্রী তাহমিনা সিদ্দিকী, বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী ও জামায়াতের আমীর মাওলানা এনামুল হক প্রমূখ। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খায়রুল আলমের স্বাক্ষরিত এক তথ্য বিবরণীতে বৃহস্পতিবার রাতে এই তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

Back to top button