আর্কাইভ

বরিশালে বাস দূর্ঘটনায় ১জন নিহত ॥ ১৫ জন আহত

শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস দূর্ঘটনায় এক মহিলা যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের নাম মনোয়ারা বেগম (৩৫)। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন যাত্রী।

জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে যাত্রীবাহী প্রিন্স পরিবহনের একটি বাস রেন্টিতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকে ধাক্কা দেয়। মুহুর্তে বাসটি দুমরে মুচরে যায়। এসময় যাত্রী মনোয়ারা মারা যান। তার স্বামী নাম আবদুর রহমান। বাড়ি মঠবাড়িয়া। এছাড়া আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

বরিশাল মেট্রোর বিমান বন্দর থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, ঢাকা মেট্রো চ ১৪-৬৭-৯৩ নম্বরের ট্রাকটি আটক করে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। আর চালক আহত হয়ে হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি জানান নিহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন

Back to top button