ইট ভাটার মালিক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের হামলায় গৌরনদীর ব্যবসায়ীসহ ১২ জন আহত

ইটের ভাটার মালিক ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দু’দফা হামলায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী, ট্রলি চালক ও হেলপারসহ ১২ জন আহত হয়েছে। গুরুতর আহতদের বরিশাল ও গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুরে আগৈলঝাড়া উপজেলার রাজিহার এলাকার জসিম ইট ভাটায়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহতরা জানায়, ইট ভাটার মালিক জসিম ফকিরের কাছ থেকে ৪ মাস পূর্বে গৌরনদী উপজেলার টরকী বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ সমর্থক ফরহাদ মুন্সী একলক্ষ ইট ক্রয় করেন। ইট ভাটার মালিক জসিম সঠিক সময়ে ইট সরবরাহ করতে না পেরে নানা তালবাহানা শুরু করেন। গতকাল শুক্রবার সকালে ব্যবসায়ী ফরহাদ তার সহযোগী উপজেলা যুবলীগ নেতা আল-আমিন হাওলাদার ৫টি ট্রলি নিয়ে ওই ভাটায় ইট আনতে যান। এ সময় জসিম ফকিরের সাথে ফরহাদের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে জসিম তার ভাই শাহিন ফকির ও ভাড়াটিয়া আক্তার মোল্লার নেতৃত্বে ৩০/৪০ জনে ব্যবসায়ী ফরহাদ ও তার লোকজনের ওপর দু’দফা হামলা চালায়। হামলায় ১২ জন আহত হয়েছে। খবর পেয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অশোক কুমার নন্দি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহত ট্রলি চালক লিটন শরীফকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বার্নাড, ফরিদ, আল-আমিন হাওলাদার ও ফরহাদ মুন্সীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।