আসামি ধরার সহযোগীতা করায় গ্রামপুলিশের বাড়িতে হামলা

উপজেলার বার্থী ইউনিয়নের এক গ্রামপুলিশের বেজগাতি গ্রামের বাড়িতে শনিবার দুপুরে হামলা চালিয়েছে আসামি পক্ষের লোকজনে। এ ঘটনায় ওইদিন বিকেলে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

বার্থী ইউনিয়নের গ্রামপুলিশ ইস্রাফিল হাওলাদার জানান, শনিবার দুপুরে একটি নিয়মিত মামলার আসামিকে গ্রেফতারের জন্য গৌরনদী থানার এসআই শাহজালাল খলিফা বেজগাতি গ্রামে আসেন। এ সময় তার (ইস্রাফিলের) উপস্থিতিতে এস.আই শাহজালাল হামলা ও সংঘর্ষ মামলার আসামি ওই গ্রামের সরব আলী হাওলাদারের পুত্র মনির হাওলাদারকে (২০) গ্রেফতার করে। পুলিশের উপস্থিতিতে আসামির লোকজনে গ্রেফতারে সহযোগীতা করার অভিযোগ এনে তাকে (গ্রামপুলিশকে) অকথ্য ভাষায় গালিগালাজ করে বিভিন্ন ধরনের হুমকি দেয়। আসামি নিয়ে পুলিশ থানায় ফিরে এলে আসামির লোকজনে গ্রামপুলিশের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে। এ ঘটনায় গ্রাম পুলিশ ইস্রাফিল হাওলাদার ওইদিন বিকেলে গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।