Menu Close

ঝালকাঠিতে ধান ক্ষেত থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

 জাহাঙ্গীর হোসেনের (৩৫)গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শনিবার দুপুরে যুবকের পিতা জয়নাল আবেদীন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে ঝালকাঠি সদর থানায় মামলা (নং ১৬) দায়ের করেছে। শনিবার বিকেলে পুলিশ লাশের ময়নাতদন্ত সম্পন্ন করেছে।

পুলিশ সুত্রে জানাগেছে, ঢাকায় স্যানিটারী সাব-কন্ট্রাকটর হিসেবে কাজ করতো জাহাঙ্গীর। বাড়িতে বেড়ানো শেষে গত ২১ জুলাই সকাল সাড়ে ৭টায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। ২/৩দিন পরে পিতা জয়নাল খা জাহাঙ্গীরের কাছে ফোন দিলে ব্যবহৃত নম্বরটি বন্ধ পায়। পরে ঢাকায় পুত্রবধু রেবার কাছে ফোন দিলে জাহাঙ্গীর বাসায় যায়নি বলে জানায়। খোঁজাখুজি অব্যাহত থাকায় ৩০ জুলাই সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঝালকাঠি থানা পুলিশের উদ্ধার করা লাশ থানায় দেখে পুত্রের বলে সনাক্ত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গ্রামবাসী শুক্রবার সন্ধ্যায় লাশটি দেখতে পেয়ে রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার জাহাঙ্গীর হোসেনকে জানালে সে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলিত অবস্থায় এ লাশ উদ্ধার করে।