ঝালকাঠিতে সরকারী জমি দখল করে বসত ঘর নির্মাণ

টিউবওয়েলের জায়গা দখল করে বসত ঘর নির্মাণ করেছে একটি পরিবার।  ফলে ঐ এলাকায় বসবাসকারীদের খাবার পানিতে তীব্র সংকটের সৃষ্টি হয়েছে। প্রভাবশালী ঐ মহলটি উল্টো আবার স্থানীয়দেরকে প্রশাসনের ভয়ভীতি দেখিয়ে হয়রানী করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় কয়েক ব্যক্তি এর প্রতিবাদ করতে এলে তাদেরকেও প্রশাসনের ভয়ভীতি দেখাচ্ছে। জানাগেছে, বাঁশপট্টি এলাকার উমেশ মিস্ত্রীর মেয়ে অনিমা মিস্ত্রী ঐ এলাকার খালপাড়ের সম্পত্তির উপর বসানো টিউবওয়েলের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে। দীর্ঘদীন থেকে এলাকাবাসী এই টিউবওয়েল থেকে খাবার পানি সংগ্রহ করত। কিন্তু অনিমা তার লোকজন নিয়ে প্রথমে টিউবওলেটি নষ্ট করে পরে অন্যত্র স্থানান্তর করে। ঐ এলাকার হোটেল মালিক মোঃ শফিউল বাশার জানান, ‘অনিমার কাছে এলাকাবাসী জিম্মী, তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। সে বিভিন্ন সময়ে মেয়র ও জেলা প্রশাসকের দোহাই দিয়ে চলে। টিউবওয়েলটি না থাকায় এলাকায় সকলের পানি আনতে সমস্যা হচ্ছে।