আতঙ্ক কাটছে না বরিশালের বিনিয়োগকারীদের

কার্যদিবসে সুচক সহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়লেও আতঙ্ক কাটছে না বরিশালের বিনিয়োগকারীদের। এদিকে সুচকের উর্ধ্বমুখী প্রবনতার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বিনিয়োগকারীরা।

একাধিক বিনিয়োগকারী বলেন, সাম্প্রতিক কালের বাজার দরপতনের পর সরকারের নানামুখী পদক্ষেপে বাজার কিছুটা ভাল  হলেও ফের বাজার দরপতনে বিনিয়োগকারীদের মাঝে আবার আস্থার সংকট দেখা দিয়েছে। এখন সরকারের পদক্ষেপে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না। ফলে বিনিয়োগকারীরা লোকসানে শেয়ার বিক্রি করে পুঁজি গুটিয়ে নিচ্ছে। যেকারনে লেনদেন কমছে।

সাবিকুন নাহার রিমি নামে এক নারী বিনিয়োগকারী জানান, বর্তমান বাজার উওাল পাতাল। টানা দরপতনের পর বাজার কিছুট উর্ধ্বমুখী হলেও  বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক কাটছে না। তিনি আরো জানান তাছাড়া টানা দরপতনে বাজার আইওয়াশ না স্বাভাবিক বাজারের আচরন তা বুঝতে পারছি না।