প্রতিরোধ দিবস উপলক্ষে গৌরনদীতে চার শহীদদের মরোনত্তর পদক প্রদান

বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা এস.এম ইকবাল, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুব আলম, বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর নুর মোহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আলাউদ্দিন বালী, মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, সমাজ সেবক হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বক্তব্য রাখেন সাংবাদিক জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চোকদার, শহীদ পরিবারের পক্ষে সৈয়দ জাহিদুল ইসলাম মিলন, লিটন আব্দুল্লাহ, আক্তার হোসেন হাওলাদার, শান্তি রঞ্জন সোম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক খোকন আহম্মেদ হীরা ও সদস্য সুধাম পাল।
শেষে ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকহানাদার প্রতিরোধে স্থলপথে দক্ষিণাঞ্চলের প্রথম সম্মুখ যুদ্ধে নিহত গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আবুল হাসেম, চাঁদশীর পরিমল মন্ডল, বাটাজোরের মোক্তার হোসেন হাওলাদার ও গৈলার আলাউদ্দিন সরদার ওরফে আলা বক্সের মরোনত্তর পদক প্রদান করা হয়। সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
একইদিন দুপুরে গৌরনদী বাসষ্ঠ্যান্ড থেকে চাঁদশী সংযোগ সড়ক ভায়া নাঠৈ সড়কটি শহীদ মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হাসেম সড়কের নামকরনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন গৌরনদী পৌরসভার মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার।