দেলোয়ার হোসেন দুলালের মা আমেনা বেগম (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ১১ টায় ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি…রাজিউন)। শনিবার সকাল ১০ টায় মরহুমার জানাজা শেষে কালকিনি উপজেরার উত্তর চরআইরকান্দি গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি স্বামী, ৪ পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের সাবেক চিফ হুইফ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুলাহ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মো. ইউনুস, পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির শোক প্রকাশ করেছেন।