আলীকদমের নিম্নাঞ্চল প্লাবিত

আলীকদম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানে বিভিন্ন পাহাড়ি ঝিরি ও খাল থেকে পানি নেমে মাতামুহুরী নদীর পানি এখন স্মরণকালের উচ্চতায় প্রবাহিত হয়েছে। ইতোমধ্যেই পানি বিপদসীমা অতিক্রম করেছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, আলীকদম উপজেলা সদরের আশপাশসহ নয়াপাড়া, রোয়াম্ভু, চৈক্ষ্যং, রেপারপাড়ি প্রভৃতি এলাকার মাতামুহুরী তীরবর্তী এলাকাগুলি এখন ৮/৯ ফুট পানি নীচে। স্থানীয়রা জানান, পাহাড়ি ঢলে গত দু’দিন ধওে মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব এলাকার কমপক্ষে ৩ শতাধিক পরিবার এখন মানবেতর জীবন যাপন করছে। অনেক পরিবারের বাসা বাড়ি এখন পানির নীচে। বিশেষ করে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা এখন ভীষণ কষ্টে রয়েছে। শত শত নারী পুরুষ এখন নৌকায় দিনযাপন করছেন।

নদী তীরবর্তী কৃষকদের ক্ষেত খামার পানিতে তলিয়ে গেছে। কমপক্ষে ৫শ’ একর জমি পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ কিংবা উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপনে এখনো কাজ শুরু করেনি।