মঙ্গলবার রাতে রাজৈর উপজেলার কামালদি রাবেয়া ফিলিং স্টেশনের নিকট থেকে এক লাখ টাকার জালনোট সহ দুই যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের দক্ষিণ ডাসার গ্রামের মোতালেব হোসেনের ছেলে ফয়সাল মাহমুদ(৩১) ও ঢাকার কেরানীগঞ্জ এর হাসনাবাদ এলাকার হিরা হাওলাদার এর ছেলে মো: সোহেল হাওলাদার(২১)। পটুয়াখালী ক্যাম্পের উপ-পরিচালক লে: কমান্ডার মো: নুরুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পটুয়াখালী র্যাবের একটি টিম ঢাকা- বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কামালদি রাবেয়া ফিলিং স্টেশনের নিকট থেকে এক লাখ টাকার জালনোটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ১০০০/ – টাকার ৮০ খানা ও ৫০০/- টাকার ৪০ খানা জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রথমে মাদারীপুর র্যাব ক্যাম্প ও পরে রাজৈর থানায় প্রেরণ করা হয়। এ ব্যাপারে রাজৈর থানায় মামলা দায়ের হয়েছে। র্যাব জানায়, ঈদকে সামনে রেখে জালনোট চক্র সক্রিয় হয়ে উঠেছে।