৮ টি ট্যাবলেট – যারা ‘এ্যপল প্রিমিয়াম’ দিতে রাজি নন

দাম: ৫০০ডলার

২। এইচপি স্লেট:

ছবি

এইচপির ৮.৯ ইন্চি স্ক্রীনের এই ট্যাবলেটে ব্যবহার হয়েছে ১.৬ গিগাহার্টজ এ্যটম প্রসেসর, সাথে আছে ইউ এস বি পোর্ট, এস ডি কার্ড রিডার, বিল্ট ইন ক্যামেরা ও ভিডিও রেকর্ডের ব্যাবস্থা, এ্যাডোবি ফ্ল্যাশ সাপোর্ট, পেন/ডিজিটাইজার সাপোর্ট, যার কোনোটাই এ্যপলের আই প্যাডে নেই। এতে চলবে উইন্ডোস সেভেন (আপ্র এর মেম্বাররা হয়ত পরে লিনাক্স ইন্সটল করে ফেলবেন ;) )

দাম: ৫৫০ থেকে ৬০০ ডলার।
রিলিজ: ২০১০ এর ফল (অগাস্টের পর)

৩। ডেল ট্যাবলেট (ডেল মিনি ৫)

ছবি

কোয়ালকম স্ন্যাপড্রাগন ১ গিগাহার্টজ প্রসেসর সমৃদ্ধ ডেল মিনি ৫ এর স্ক্রীন ৫ ইন্চি (ডেল তাদের কম্পিউটার প্রডাক্টের এইভাবেই নামকরন করে, স্ক্রীন সাইজ দিয়ে)। এ্যান্ড্রয়েড চালিত এই ট্যাবলেটে থাকছে ৫ মেগা পিক্সেল ক্যমেরা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা এবং ওয়াইডস্ক্রীন সাপোর্ট।

ডেলের ৭ ও ১০ ইন্চি ভার্সনের প্ল্যান ও আছে (কোডনেম: স্ট্রিক)।

এর দাম ও রিলিজ নিয়ে তেমন তথ্য নেই, ৫ ও ৭ ইন্চির প্রডাক্ট এই বছরের বের হবার সম্ভাবনা বেশি।

৪। উইপ্যাড

ছবি

অভ্রনীল ভাই ইতিমধ্যেই এই ট্যাবলেট নিয়ে আলোচনা করে ফেলেছেন এখানে, কাজেই এই নিয়ে নতুন করে কিছু বলার নেই।

৫। গুগল ক্রোমিয়াম ট্যাবলেট

ছবি

ইতিমধ্যে নেক্সাস ওয়ানের মতন মোবাইল মার্কেটে নিয়ে আসা গুগল যে ট্যাবলেটও মার্কেটে আনবে তা বলার অপেক্ষা রাখে না (গুগলের সিইও এরিক স্মীড এটি ইতিমধ্যেই ইনফর্ম্যালি জানিয়েছেন)। যদিও এই নিয়ে তেমন কোনো তথ্য নেই, তবে ক্রোমিয়াম প্রজেক্টে দেখানো এই মক-আপে তার কনসেপ্ট দেখা যাবে।

৬। নোশন ইন্ক্স এ্যাডাম

ছবি

এনভিডিয়া টেগ্রা প্রসেসর সমৃদ্ধ ১০ ইন্চি স্ক্রীনের এই ট্যাবলেটে থাকছে ৩ মেগাপিক্সেল ক্যমেরা। তবে সবচাইতে আকর্ষনীয় ফিচার হবে pixel qi ডিসপ্লে যা ই-ইন্ক (ইবুক রিডিংএর জন্য) ও এলসিডি (ভিডিও সহ অন্যসব কাজের জন্য) তে বদলে যেতে পারে। এই ট্যবলেটের ব্যটারি লাইফ বলা হয়েছে ১৬ ঘন্টা।

রিলিজ: জুলাই ২০১০
দাম: ৩৫০ থেকে ৮০০ ডলার

৭। আর্কোস ৭ হোম ট্যাবলেট

ছবি

৬০০ মেগাহার্টজ এআরএম (ARM) ৯ প্রসেসর সমৃদ্ধ ৭ ইন্চি স্ক্রীনের এই ট্যাবলেট চলবে এ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। কোম্পনির দাবী অনুযায়ী এর ব্যটারি লাইফ হবে ৭ ঘন্টা। ২০০ডলারের এই ট্যবলেট এপ্রিলেই ইউরোপের মার্কেটে আসবে, বছরের শেষের দিকে আমেরিকা ও বিশ্ববাজারে আসতে পারে।

৮। আই সি ডি জেমিনি ট্যাবলেট

ছবি

১গিগাহার্টজ এনভিডিয়া টেগ্রা চিপের এই ১১.২ স্ক্রীন সমৃদ্ধ ট্যাবলেটে থাকছে ২ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যমেরা, ওয়াইফাই, জিপিএস, এফএম রেডিও, এসডি কার্ড রিডার। এর দাম ও রিলিজ সম্পর্কে তথ্য পাওয়া যায়নি।

Source : AmaderProjukti.com