বরিশাল অঞ্চলে গুটি ইউরিয়া প্রয়োগের মাধ্যমে সর্বপ্রথম থাইল্যান্ড পদ্ধতিতে ধান চাষ

গৌরনদী উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, বরিশাল অঞ্চলে এ বছরেই সর্বপ্রথম গুটি ইউরিয়া প্রয়োগের মাধ্যমে থাইল্যান্ড পদ্ধতিতে ৮০ শতক জমিতে ব্রি-ধান-৫০ চাষ করেছেন চন্দ্রহার গ্রামের চাষী রবিন দাস। তিরি আরো জানান, রবিন দাসের রোপিত ব্রি-ধান-৫০’র জমিতে প্রতি হেক্টরে ৮ টন কাঁচা ধান ফলন হয়েছে। ফসল কর্তন শেষে সিডরে আক্রান্ত ধান চাষীদের জীবন যাত্রার মান উন্নয় প্রকল্পে মাঠ দিবস অনুষ্ঠানে কৃষক আব্দুর রব হাওলাদরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিকাশ ইন্দু মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ড. মোঃ শহিদুল ইসলাম, তারিক হাসান, মোঃ মনিরুল আলম। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএপিপিও কামরুল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সরদার আজিজ হাসান, সোহরাব হোসেন, সফল চাষী রবিন দাস, মাহিলাড়া গুটি ইউরিয়া সার কারখানার স্বত্তাধীকারী সীমা বেগম প্রমুখ।