গৌরনদীতে শোক দিবস পালনে আওয়ামীলীগের ব্যাপক কর্মসূচী

রাতে মানুষরূপি একদল নরপশুর নির্মম বুলেটে ওইদিন প্রাণ হারিয়েছিলেন স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের অন্যান্য সদস্যরা। ওইদিন বিদেশে অবস্থান করায় ভাগ্যক্রমে বেঁচে গেছেন আজকের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ঘাতকদের নির্মম বুলেট থেকে ওইদিন রেহাই পায়নি সাবেক মন্ত্রী ও কৃষক কুলের নয়নমনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ বরিশালের ছয়জন নর-নারী। দীর্ঘ ৩৬ বছরেও বরিশালবাসী ভুলতে পারেনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ভালবাসা। আর ভুলতেও পারবে না কোনদিন। তাই যথাযোগ্য মর্যাদায় বরিশালের গৌরনদীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে।

গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ জানান, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সনের ১৫ আগস্ট ভয়াল কালো রাতে ঘাতকেদের নির্মম বুলেটে নিহত শহীদদের স্মরনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গৌরনদীতে আজ সোমবার সকাল ১০ টায় শোক র‌্যালীর আয়োজন করা হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ ছাত্রলীগ কার্যালয়ের সম্মুখ থেকে শোক র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করবে। সোমবার বিকেল চারটায় গৌরনদী পৌরসভা সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরন সভা, শহীদদের বিহেদী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও উপজেলা ও পৌরসভার প্রতিটি মসজিদ, মাদ্রাসায় দোয়া-মোনাজাত, মন্দির ও র্গীজায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতিটি স্কুল-কলেজ ও মাদ্রাসায় পৃথক পৃথক কর্মসূচী গ্রহন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোক র‌্যালী, স্মরনসভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। পৌরসভার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে স্মরনসভা, দোয়া-মিলাদ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনির ওপর রচনা ও বক্তৃতা, চিত্রাংঙ্গন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

জাতীয় শোক দিবস উলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে উপজেলা যুবলীগ, উপজেলা, পৌর ও সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগর উদ্যোগে বিশাল দুটি ও গৌরনদী পৌরসভার সম্মুখে পৌরসভার উদ্যোগে বিশাল একটি শোক দিবসের তোরন নির্মান করা হয়েছে।