গৈলায় কবি বিজয় গুপ্তের মনসা মন্দিরে রয়ানি গান

কবি বিজয় গুপ্তের প্রতিষ্ঠিত বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলার ঐতিহাসিক মনসা মন্দিরে তিনদিনব্যাপী রয়ানি গান রবিবার ভোররাতে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় তিন দিনব্যাপী রয়ানি গান উৎসব শুরু হয়।

আগামি ১৮ আগস্ট বৃহস্পতিবার মহা আড়ম্বরপূর্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দেবী মনসার বাৎসরিক পুঁজা। ওইদিন পুঁজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় দেশ-বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত থাকবেন বলে মন্দির কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন।

বাৎসরিক পুঁজা উপলক্ষে গতকাল রবিবার সকালে মন্দির প্রাঙ্গনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মনসা মন্দির সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সহসভাপতি তারক চন্দ্র দের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুলাল দাস গুপ্ত, যুগ্ম সম্পাদক মানিক লাল দাস, সাংগঠনিক সম্পাদক ফনি ভূষণ কর্মকার, কোষাধ্যক্ষ শুশান্ত কর্মকার, প্রচার সম্পাদক আশীষ তপাদার প্রমুখ।