ঝালকাঠির সাবেক মেয়র হালিম গাজির একি হাল…

সাবেক মেয়র আব্দুল হালিম গাজী। ইতোমধ্যে তার বিরুদ্ধে দুর্নীতিদমন প্রতিরোধ আইনে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পৌরসভার বর্তমান মেয়র আফজাল হোসেন রানা বাদি হয়ে ১৩ আগষ্ট রাতে ঝালকাঠি সদর থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

বিগত বছরগুলোতে সাবেক মেয়র আঃ হালিম গাজী বিভিন্ন নামে বেনামে পৌরসভার ব্যাংক হিসাব থেকে উল্লেখিত পরিমান টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করে। অথচ চেকে বিভিন্ন জনের নাম উল্লেখ করেছে তবে সে সম্পর্কে তারা কিছুই জানেন না বলে পৌরসভার কর্মচারীরা তদন্ত কমিটির কাছে লিখিত ভাবে জানিয়েছেন। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক মেয়র হালিম গাজী ক্ষমতায় থাকাকালীন ঝালকাঠি কৃষি ব্যাংক, অগ্রনী ব্যাংক, রূপালী ব্যাংক শাখায় পৌরসভার গচ্ছিত সঞ্চয়ী একাধিক হিসাব নম্বর থেকে প্রায় অর্ধ কোটি টাকা চেকের মাধ্যমে উত্তোলন করে আত্মসাত করে। এই সব চেক পৌরসভার বিভিন্ন কর্মচারির নামে দেয়া হলেও ওই সব কর্মচারীরা আদৌ কিছু জানেনা। এমনকি মেয়রের দায়িত্ব হস্তান্তরের পূর্বে পৌরসভার ওই সব চেক বই সরিয়ে ফেলেন।

এ ব্যাপারে বর্তমান মেয়র দায়িত্ব নেয়ার পর ৪ সদস্যের তদন্ত কমিটিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত কমিটি অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ায় বর্তমান মেয়র নিজেই বাদি হয়ে সাবেক মেয়রের বিরুদ্ধে এ মামলা করেন।

এছাড়া সাবেক মেয়রের বিরুদ্ধে পৌরসভার বহু মূল্যবান সম্পদ বেহাত করার অভিযোগ রয়েছে। এমনকি পৌরসভার  জমি অবৈধ সুবিধা নিয়ে বিভিন্ন লোকজনের কাছে দখল দিয়েছেন। তিনি পৌরসভায় মেয়র থাকাকালীন বিভিন্ন টেন্ডারে নানা দূনির্তী করে কোটিকোটি টাকা হাতিয়ে নেন। ফলে তিনি পৌরবাসীকে নূন্যতম নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত করে গেছেন।