ফারুক মোল্লার পঞ্চম শ্রেনীতে পড়ুয়া কন্যা সুমাইয়া আক্তার রবিবার রাতে রহস্যজনক ভাবে মারা গেছে। পুলিশ সোমবার সকালে সুমাইয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
ফারুক মোল্লার উদ্বৃতি দিয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, স্কুল ছাত্রীর পরিবারের দাবি রবিবার রাত সাড়ে দশটার দিকে রাতের খাবার (ভাত) খাওয়ার সময় হঠাত করে সুমাইয়া অসুস্থ্য হয়ে মারা যায়। তবে স্থানীয়রা জানিয়েছেন সুমাইয়াকে মেরে ফেলা হয়েছে।