বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন : আগৈলঝাড়ায় এক ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা গ্রামের প্রভাবশালী এক ভূমিদস্যুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরেছে নিরিহ গ্রামবাসী। ইতোমধ্যে ওই ভূমিদস্যুর রোষানলে একাধিক হিন্দু পরিবার দেশত্যাগে বাধ্য হয়েছেন। ওই প্রভাবশালীর বিরুদ্ধে কথা বলতে গিয়ে শারিরিক নির্যাতনের স্বীকার হয়েছেন অসংখ্য নিরিহ গ্রামবাসী। এলাকাবাসি ওই ভূমিদস্যুর হাত থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন।

এলাকাবাসির দেয়া লিখিত অভিযোগে জানা গেছে, ওই গ্রামের মোজাফ্ফর ভাট্টির পুত্র সালাম ভাট্টি দীর্ঘদিন থেকে এলাকার নিরিহ গ্রামবাসীর সম্পত্তি গ্রাস করার জন্য নানমুখী ষড়যন্ত্র শুরু করে। তারই ধারাবাহিকতায় ওই গ্রামের দেবেন বাড়ৈ ও তার পরিবারকে দেশ ছাড়া করে তাদের সম্পত্তি দখল করে নেয় ভুমিদস্যু সালাম। এছাড়াও ওই এলাকার বিশ্বনাথ চক্রবর্তী, শীতল বাড়ৈর পৈত্রিক সম্পত্তি দখলের জন্য ভুমিদস্যু সালাম তাদেরকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাননাশের হুমকি প্রদর্শন করছে। সালামের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলতে গিয়ে শারিরিক নির্যাতনের স্বীকার হয়েছেন ওই গ্রামের দিনমজুর সুশীল শীল, তারামনি, আশা রানী বৈরাগী, সুভাষ বাড়ৈ, লাভলু ভাট্টি, কালাম ভাট্টি ও আব্দুল মালেক। এলাকার নিরিহ লোকজন ভূমিদস্যু সালাম ভাট্টির রোষানল থেকে রেহাই পেতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন। নামপ্রকাশ্যে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, ভূমিদস্যু সালাম ভাট্টির বিরুদ্ধে কথা বললে নিজেদের বিপদ হতে পারে।