Menu Close

বরিশালে স্টুডিওতে হামলার ঘটনায় বখাটের বিরুদ্ধে জিডি

হামলার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মিলন ভূইয়ার ছোট ভাই বখাটে সজলের বিরুদ্ধে থানায় সাধারন ডায়রী করা হয়েছে। থানায় ডায়রী করায় অভিযুক্ত বখাটে সজল মঙ্গলবারও বিভিন্ন মাধ্যমে ব্যবসায়ীদের হুমকী ধামকী দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফটোবাজার স্টুডিও’র স্বত্তাধিকারী স্বপন কুমার বসু জানান এই বখাটের অত্যাচারে সকল ব্যবসায়ীরা অতিষ্ঠ। তিনি জানান আপাতত থানায় ডায়রী করে রাখা হয়েছে। চাঁদাবাজ ও নৈরাজ্য সৃষ্টিকারীদের অবসান ঘটাতে ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠকে বসার কথা রয়েছে।

ব্যবসায়ীরা জানান, সাবেক ছাত্রনেতা মিলনের প্রভাব খাটিয়ে সজল প্রতিনিয়ত এলাকায় চাঁদাবাজি করে আসছে। সজল ও তার সহযোগীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। সোমবার বিকেলে হাসপাতাল রোডের স্টুডিও ফটোবাজারে গিয়ে নির্ধারিত চাঁদার টাকা চায় সজল। কিন্তু ব্যাবসায়ী তার দাবীকৃত টাকা দিকে অপরগতা প্রকাশ করলে সজল স্টুডিওতে হামলা চালায়। এতে স্টুডিও’র স্বত্তাধিকারী স্বপন কুমার বসু,তরুন কুমার বসু ও কর্মচারী বিকাশ আহত হয়েছে। এ ঘটনার পর ক্ষিপ্ত হয়ে এলাকার মিলন, জাহিদ, রিয়াজসহ কয়েকজন মিলে সজলকে মারধর করে।