সাপাহারে কৃষকের জমিতে রাসায়নিক দ্রব্য স্প্রে করে ফসল ঝলসে দেয়া হয়েছে

আবুল হোসেনের এক মাত্র সম্বল তার ১ একর জমির আমন (স্বর্না)  ধানের জমিতে পুর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন কর্তৃক উচ্চ ক্ষমতা সম্পুর্ন রাসায়নিক দ্রব্য স্প্রে- করে মাঠের ধান পুড়ে ঝলসে দেওয়ার এক অমানবিক ঘটনা ঘটেছে।

গতকাল সরজমিনে এলাকায় গিয়ে জানাগেছে । উপজেলা সদরের করল ডাঙ্গা গ্রামের দরীদ্র কৃষক আবুল হোসেন দীর্ঘ দিন হতে একই মৌজায় উমরপুর ফরেষ্ট বাগানের নিকট অবস্থিত তার নামীয় ৩ বিঘা জমি ভোগদখল  করে আসছে। ওই  জমিতে এবার চলতি আমন মৌসুমে রোপা আমন ধান(স্বর্না-৫)  রোপন  করেন।  এমতাবস্থায় গত ১৪ ই আগষ্ট দিবাগত রাতে কেবা কাহারা পুর্ব শক্রুতার জের ধরে অমানবিক ভাবে ওই ধানের জমিতে   উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য স্প্রে করে চলে যায় । ফলে  ওই ধানের জমির  সমুদয় ধান রাসায়নিক ক্রীয়ায় শুকিয়ে মরে গেছে। ওই ঘটনায় কৃষক আবুল হোসেন এর প্রায় অর্ধলক্ষাধীক টাকার সম্পদ সমুদয় ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থ কৃষক আবুল হোসেন এর পরিবার পরিজনের আগামী দিনে অনাহারে দিনাতিপাত করার আশংকা দেখা দিয়েছে এ অমানবিক ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের বিচার চান অসহায় ওই পরিবারের লোকজন। এ দিকে উল্লেখিত ঘটনায় ওই ভুক্ত ভোগী কৃষক সাপাহার থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিয়েছে বলে জানান। ওই ঘটনাটির বিষয়ে এলাকাবাসীর ধারনা গত ১লা আগষ্ট একই গ্রামের কৃষক মমসের আলীর প্রায় দুই একর জমির ধান ও বীজ তলায় রাসায়নিক দ্রব্য স্প্রে  করে ফসল নষ্টের ঘটনায় আদালতে  জড়িত প্রতিপক্ষের বিরুদ্ধে দায়ের কৃত একটি মামলায় কৃষক আবুল হোসেন প্রত্যক্ষ দর্শী ও স্বাক্ষী থাকার কারনে  প্রতিপক্ষ প্রতিহিংসা মুলক প্রতিশোধ নিতেই এবার তারা ওই জমির ফসলের ক্ষতি সাধন করে কৃষক আবুল হোসেন কে সম্পুর্ন নি:শ্ব করে পথে বসানোর চেষ্টা চালিয়েছে । এ বিষয়ে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্ভীদ সংরক্ষন কর্মকর্তা মোস্তফা কামাল এর সাথে কথা হলে তিনি সাংবাদিককে জানান বিষয়টি শুনেছি কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারনে  ঘটনাস্থল পরিদর্শন করতে পারিনি সুযোগ পেলেই ঘটনাস্থল পরিদর্শন করা হবে ।  এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুর রফিকের সাথে কথা হলে তিনি ওই ধানের ফসলে রাসায়নিক দ্রব্য স্প্রে করে ক্ষতি সাধনের ঘটনায়  এখন পর্যন্ত কোন অভিযোগ পত্র পাননি অভিযোগ পেলে ঘটনার প্রকৃত সত্যতা  অনুসন্ধান পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন বলে জানান। এদিকে সাপাহার উপজেলার বেশ কয়েক টি এলাকায় পর পর এধরনের ঘটনা চলতে থাকায় উপজেলার সাধারন কৃষকদের মাঝে চরম আতংক অবস্থার  সৃষ্টি হয়েছে ।