নওগাঁয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐ ৮ উপজেলার মোট ৭৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৫ জন চেয়ারম্যানের শপথ গ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম তাঁদের শপথ বাক্য পাঠ করান।
এ অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১ জন, মহাদেবপুর উপজেলার ১০ জন, নিয়ামতপুর উপজেলার ৮ জন, বদলগাছি উপজেলার ৮ জন, রানীনগর উপজেলার ৮ জন, আত্রাই উপজেলার ৮ জন, ধামইরহাট উপজেলার ৮ জন এবং মান্দা উপজেলার ১৪ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তাহমিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক এবং মহাদেবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াছত হায়দার টগর বক্তব্য রখেন। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বদলগাছি উপজেলা চেয়ারম্যান এ্যাড. আ জ ম শফি মাহমুদ, ধামইরহাট উপজেলা চেয়ারম্যান মো: দেলদার হোসেন , মান্দা উপজেলা চেয়ারম্যান ডাঃ একরামুল বারি টিপু সহ এসব উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার পতœীতলা উপজেলার ১১ জন, পোরশা উপজেলার ৬ জন এবং সাপাহার উপজেলার ৬জন সহ মোট ২৩ জন চেয়ারম্যান ও সদস্যদের শপথগ্রহণ স্ব স্ব উপজেলা পরিষদ মিলনায়তনে পূর্বেই অনুষ্ঠিত হয়েছে। এদিকে হাইকোর্টে মামলা থাকার কারনে সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত রয়েছে।