নিরাপদ সড়ক ব্যবস্থার দাবিতে বরিশালে মানববন্ধন

মানববন্ধন করেছে যুব সাংবাদিক ফোরাম নামে একটি সংগঠন। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের প্রধান সড়কে বৃহস্পতিবার সকাল ১১টায় এই মানববন্ধন হয়। নিবাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থার দাবীতে এই মানববন্ধনে বরিশাল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বামপন্থী রাজনৈতিক দলের নেতাকর্মীরা, মহানগর পুলিশের কর্মকর্তা, বিভিন্ন নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, মানবাধিকার কর্মী, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, সাংবাদ কর্মী, বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি ও এনজিও প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ সাধারন মানুষ উপস্থিত হয়ে একাত্ততা প্রকাশ করেন।

সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির-তারেক মাসুদের মতো একের পর এক মানুষের মৃত্যু মিছিলে দেশ ক্রমশই শোকাহত হচ্ছে।  তাই মৃত্যু মিছিল থামাতে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহন ও দ্রুত সময়ের মধ্যে দেশের ভাঙ্গা মহাসড়কগুলোর সংস্কারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন- বরিশাল প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মানবেন্দ্র বটব্যাল, শিশু একাডেমির পরিচালক পঙ্কজ রায় চৌধূরী, জেলা আ’লীগের প্রচার সম্পাদক সৈয়দ আনিছুর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি শিক্ষক নেতা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডা: মিজানুর রহমান, সাংবাদিক মুরাদ আহমেদ, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি শান্তি দাস, নদী বাঁচারও আন্দোলনের আহবায়ক কাজী এনায়েত হোসেন সিপু, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বিভাগীয় সম্পাদক কাজল ঘোষ, নিরাপদ সড়ক চাই ফেইসবুক গ্রুপ এর দিপু হাফিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর কহিনুর বেগম, যুব সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক কাওছার হোসেন, নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, মহানগর পুলিশের সহকারি পুলিশ কমিশনার (ট্রাফিক) আসলাম খান, সাংবাদিক ইউনিয়নের সম্পাদক বেলায়েত বাবলু প্রমূখ।