গতকাল বৃহস্পতিবার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত ইফতার মাহফিলের পূর্বে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, গৌরনদী সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ জাকির হোসেন-পিপিএম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, বিআরডিবির চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাব সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাংবাদিক মোঃ জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, আবু সাঈদ নান্টু, গোলাম মনির মিয়া, বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি.এম হারুন মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, যুবলীগ নেতা আল-আমিন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ মুন্সী, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক তৌহিদী মাহমুদ তুহিন, বদরুজ্জামান খান সবুজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ নুরুল হক।