ঝালকাঠিতে ধূমপান বিরোধী সভা

লক্ষ্যে ঝালকাঠিতে বিভিন্ন পেশার প্রতিনিধিদের সমন্বয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিভাগ এবং এলায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ একলাবের যৌথ উদ্যোগে বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য বর্জনে বিভিন্ন পেশাজীবীদের করণীয়’ শীর্ষক এ সভায় জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস সভাপতিত্ব করেন। সভায় সিভিল সার্জন ডা. আছাদউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়েজ আহমদ, জেলা শিক্ষা অফিসার মাহাবুবা হোসেন, একলাবের কমিউনিটি ভিজিল্যান্স টিমের সভাপতি ও সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক হেমায়েত উদ্দিন হিমু, প্রেসক্লাব সহ-সভাপতি চিত্তরঞ্জন দত্ত, পৌর কাউন্সিলর মোশারেফ হোসেন, জেডিএস পরিচালক শাহ আলম খলিফা, একলাবের প্রকল্প সমন্বয়কারী মাকসুদ উল্লাহ ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র দাস বক্তৃতা করেন। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের ক্ষতিকর দিক, সংশ্লিষ্ট দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের বিদ্যমান আইন, আইনের প্রতিবন্ধকতা, প্রতিবন্ধকতা উত্তরণের উপায় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনার পর এ সংক্রান্ত আন্দোলন আরও কার্যকর করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।