ঝালকাঠিতে ঝুঁকিপূর্ণ গর্ভপাত প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা

উদ্বুদ্ধকরণ সমাবেশ বৃহস্পতিবার ঝালকাঠি শহরের পুরাতন কলেজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। ডিএফআইডি ও জিপিএএফ’র সহায়তায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি), ঝালকাঠি স্পেশাল ওয়ার্ক ইউনিট এ সমাবেশের আয়োজন করে।

স্থানীয় ইউনিট সভাপতি মনোয়ার হোসেন খান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, এফপিএবি’র সহকারী জেলা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, আরএইচপি অনামিকা মজুমদার ও প্যারামেডিক পলি সিকদার আলোচনায় অংশ নেন।  বিবাহিত নারীরা এ সমাবেশে অংশ নেন এবং তাদেরকে বাংলাদেশে ঝুঁকিপূর্ণ গর্ভপাতের চিত্র, গর্ভপাতের শ্রেণীবিভাগ সংক্রান্ত সেবা কার্যক্রম এবং জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ধারণা দেয়া হয়।