বরিশালে শিক্ষিকা অপহরন মামলার আসামিরা বেপরোয়া

অপহরন মামলার আসামীরা বেপরোয়া হয়ে উঠছে। মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকী ধামকী দিচ্ছে।
গত ৩০ জুলাই নগরীর জিলা স্কুলের সামনে থেকে স্কুল শিক্ষিকা অপহরন হয়। পরে পুলিশ শিক্ষিকাকে উদ্ধার করে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা শেখর দাসসহ কয়েক জনকে আসামী করে শিক্ষিকা বাদী হয়ে বরিশাল কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা জামিনে রয়েছেন। কিন্তু মামলা উত্তোলনের জন্য আসামী পক্ষের হুমকী অব্যাহত রয়েছে। তারা শিক্ষিকার কালিবাড়ি রোডের বাসার সামনে মহড়াও দিচ্ছে। বুধবার বিএম কলেজ রোডের ছিছকে সন্ত্রাসী জোবায়েরসহ কয়েক মটরসাইকেলে কালিবাড়ি রোডে এসে বাদীর পরিবারকে মামলা উত্তোলন করতে বলে। এসময় কালিবাড়ি রোডের ছাত্রলীগ ক্যাডার শুভ ও স্থানীয়রা ছিছকে সন্ত্রাসী জোবায়েরকে ধাওয়া দিলে অন্যত্র পালিয়ে যায়।
এদিকে শেখর দাস জানিয়েছে ওই মেয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরে তার সম্পর্ক। এখন যদি মেয়ে বিশ্বাসঘাতকতা করে তো করার কিছুই নেই। তিনি আরো জানান বিষয়টি  শিল্পপতি বিজয় কৃষ্ণ দে’র সুরাহা করে দেয়ার কথা রয়েছে।