উজিরপুরের দু’ইউপি সদস্যকে লাঞ্চিত করেছে জনতা

দেয়ায়  দুই মেম্বরকে হাতেনাতে ধরে লাঞ্চিত করেছে ক্ষিপ্ত জনতা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, শোলক ইউনিয়নে ভিজিডি’র চাল বিতরনে কয়েক ইউপি সদস্য অনিয়ম করে আসছিল। প্রতি কার্ডধারীকে ৩০ কেজি চাল দেয়ার নিয়ম রয়েছে। কিন্তু প্রতি কার্ডধারীকে দেয়া হচ্ছে সাড়ে ২৪ কেজি করে। দুপুর থেকে ইউনিয়ন পরিষদের ৩ নং ৫ নং ওয়ার্ডে চাল বিতরন করে ইউপি সদস্যরা। বিকেলে কয়েক  কার্ডধারী  চাল কম দেয়ার অভিযোগ এনে ইউপি সদস্যদের চ্যালেঞ্জ করে। এতে বিপাকে পড়ে যায় ইউপি সদস্য নুর মোহাম্মাদ ও করিম সর্দার। তাদের কম দেয়ার বিষয়টি স্থানীয়রা নিশ্চিত হয়। এরপরই ইউপি সদস্যদের উপর চড়াই হয় এলাকাবাসী। কার্ডধারী রত্তন মীর,কুদ্দুস বালী,কবির অভিযোগ করেন আরো আগ থেকেই ইউপি সদস্যরা চাল বিতরনে অনিয়ম করে আসছে। চাল কম দেয়ার বিষয়টি স্থানীয়রা হাতেনাতে ধরেছে। স্থানীয় আ’লীগ কর্মী জলিল বালী জানান দুস্থদের চাল বিতরনে অনিয়মকারীদের উচিৎ শিক্ষা দেয়া উচিৎ।