বরিশালে কাষ্টমসের বিরুদ্ধে দূদকের মামলা

কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাটের সুপারিন্টেন্ডেন্টের বিরুদ্ধে মামলা করেছে দূদক। গত শনিবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় মামলা করেন দূদকের সহকারী পরিচালক এমএইচ রহমতউল্লাহ। সুপারিন্টেন্ডেন্ট মোঃ শাহাদাত হোসেন বরিশাল নগরীর প্যারারা রোডের বাসিন্দা।

কাষ্টমস এক্সাইজ এন্ড ভ্যাটের ঢাকায় চাকুরিকালে ৯৩ লাখ ৯৮ হাজার ৪৩০ দশমিক ৬০ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনের ২০০৪ সালের ২৬ (১) ও ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০০৮ সালের ৫ অগাষ্ট জনৈক জমিরুদ্দিন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে দূদক কার্যালয় অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে ২০০৯ সালের ৩০ মার্চ দূদক তদন্তে গিয়ে এর সত্যতা পায়।একই বছরের ২ জুলাই সম্পদ বিবরনীর নোটিশ দেয়। সম্পদ বিবরনীতে ৯৩ লাখ ৯৮ হাজার ৪৩০ দশমিক ৬০ টাকার সম্পদ অর্জনের এবং নগরীর প্যারারা রোডের বাড়ীর ২৪৩৭ দশমিক ৫০ বর্গফুটের পরিবর্তে ২২৪৮ বর্গফুট উল্লেখ করে তথ্য গোপন করেছে শাহাদাত হোসেন। এই সম্পদ নিজ ও স্ত্রী- সন্তানের নামে রয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।