গ্রেনেড হামলাকারীদের দ্রুত বিচারের দাবি
আহমেদ আবু জাফর, ঝালকাঠি ॥ একুশে আগষ্ট গ্রেনেড হামলাকারীদের গ্রেফতার ও বিচারের
দাবীতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মানববন্ধন করেছে। রোববার বিকেল সাড়ে ৪টায় প্রেসক্লাবের সামনে কর্মসূচীকালে গ্রেনেড হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবী জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ্ব সরদার শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক লীগ সভাপতি মোবারক হোসেন মল্লিক, আওয়ামী লীগ নেতা এ্যাড. আ: জলিল, আবু সাঈদ খান, তরুন কর্মকার, সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন প্রমুখ।
অন্যদিকে ঝালকাঠি ওজোপাডিকো বিদ্যুত শ্রমিক কর্মচারী লীগ বিকেলে সংগঠন কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের কার্যকরী সভাপতি আ: বারেক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সভাপতি পরিতোষ বিশ্বাস, সাধারন সম্পাদক হাসানুর রহমান সেরনিয়াবাদ, রুহুল আমীন, মশিউর রহমান, সোহরাব গাজী, শফিউর রহমান, আলী আজম, আব্দুল্লাহ জাহাঙ্গীর প্রমুখ।
সভায় গ্রেনেড হামলাকারীদের গ্রেফতারসহ দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। সভাশেষে মো: আক্তার হোসেনকে ওজোপাডিকো শ্রমিক কর্মচারী লীগের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।