আগৈলঝাড়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎযাপনে উপজেলার বিভিন্ন মন্দির, আশ্রম, আখড়া ও প্রতি সনাতন ধর্মালম্বী পরিবার প্রর্থনা, পূজার্চনা গীতাপাঠ, ভক্তিমূলক সংগীতে দিবারাত্র অতিক্রম করে। উপজেলার কাঠিরা লোকনাথ মন্দির, ইসকন আঙ্গীনা, রামানন্দের আঁক ইসকন মন্দির, বাহাদুরপুর রাধাগবিন্দ মন্দির, জোবারপাড় মনোহর পাগলের আশ্রম, বাকাল আখড়া, আস্কর কালীবাড়ী, সাহেবের হাট মন্দির, রতœপুর, হাওলা, ঐচারমাঠ- পশ্চিম মোল্লাপাড়া- দিঘীবালি গবিন্দ মন্দির, উপজেলা সদরে বিষ্ণু মন্দির প্রার্থনা, পূজার্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী তিথী রবি ও সোমবার হওয়ায় বিভিন্ন ন্থানে ২ দিন ব্যাপী উৎসব উৎযাপন করা হবে।