আর্কাইভ
গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে আগৈলঝাড়ায় বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতাঃ ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে
রবিবার সকালে বরিশালের আগৈলঝাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা এয়ার ফারুক বখতিয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, সাধারন সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন, ছাত্রলীগ নেতা আবু সালেহ লিটন, হালিমুজ্জামান, বরুন বাড়ৈ প্রমুখ। সবশেষে গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।