উজিরপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জন্মাষ্টমী উপলক্ষে সার্বজনীন কেন্দ্রীয় আঙ্গিনা বসাক বাড়ি থেকে শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় র্কীত্তন আঙ্গিনায় এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন র্কীত্তন কমিটির সভাপতি সংকর মজুমদার , বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, বরুন মিত্র , অধ্যক্ষ মিজানুর রহমান , রিয়াজ হোসেন মিয়া, দিলীপ শিকদার , জয়ন্ত নন্দী , তপন মিত্র, প্রমুখ। সভায় বক্তরা চলি¬শ বছরের ঐতিহ্যবাহী র্কীত্তন আঙ্গিনা রক্ষার জন্য সকলের প্রতি আহব্বান জানান এবং ভূমিদস্যূদের হাত থেকে রক্ষা করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। উলে¬খ যে ইতিপূর্বে একটি কুচক্রী মহল র্কীত্তন আঙ্গিনাটি দখল করার অপচেষ্টা চালাচ্ছে।