Menu Close

বরিশালে শিশু বন্ধন অনুষ্ঠিত

উদ্বেগ প্রকাশ করে গতকাল বরিশালে শিশু বন্ধন অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল নগরীর হাসপাতাল রোড এলাকায় অমৃত  লাল দে কলেজের সামনে এ শিশু বন্ধন অনুষ্ঠিত হয় । এতে অপরাজেয় বাংলাদেশে নামের উন্নয়ন সংস্থার সংযোগ প্রকল্পের শিশুরা অংশগ্রহন করে। শিশু বন্ধনে শিশুরা  দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেছেন ।  
উল্লেখ্য, গত সপ্তাহে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের দরগাবাড়ী, কাশিপুরে ও জেলার উজিরপুরে শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে ।