আর্কাইভ
ঝালকাঠিতে ওয়ার্ক ফাউন্ডেশনের ইফতার
আহমেদ আবু জাফর, ঝালকাঠিঃ পবিত্র রমজান উপলক্ষে ওয়ার্ক ফাউন্ডেশনের আয়োজনে দোয়া
মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে কার্যালয়ে আলোচনা ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক দীপু লাল দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন।
অন্যান্যের মধ্যে দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুবুল আলম, সূর্যালোক নিউজের সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহমেদ আবু জাফর, এফপিএবি সভাপতি মনোয়ার হোসেন খান, বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান, সাধারন সম্পাদক আবু সাঈদ খান, ঝালকাঠি লেখক ফোরাম আহবায়ক কবি এমএ মুসা, সদস্য-সচিব আলমগীর হোসেন, ব্যবসায়ী মাসুদ হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।