ঝালকাঠি পৌরসভা নির্বাচন বৈধ

সুপ্রীম কোর্টের আপীল বিভাগে পূর্নাঙ্গ বেঞ্চের রীট আবেদনটি খারিজ করা হয়েছে। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন’র সমন্বয়ে গঠিত আপিল বিভাগের ফুল বেঞ্চ রবিবার এ আদেশ দেন। ঝালকাঠি পালবাড়ির জনৈক আফজাল মিয়া পৌর নির্বাচনের পর তা বাতিল চেয়ে আদালতে এ রীট মামলা দায়ের করেছিলেন।
প্রতিক্রিয়া জানতে চাইলে ঝালকাঠি পৌর মেয়র আফজাল হোসেন রানা এ প্রতিবেদককে জানান, আমি নির্বাচিত হওয়ায় সাবেক মেয়র হালিম গাজীর সমর্থকরা ৪-৫টি মামলা দিয়ে হয়রানী করছে। তিনি বলেন হালিম গাজী অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত, ডালিম হত্যার বিচারাধীন মামলার আসামী হওয়ায় এবং বিগত দিনে পৌর উন্নয়নের বরাদ্ধ টাকা লুটপাট করে জন বিচ্ছিন্ন হয়ে পরে একের পর এক মামলা দিয়ে যাচ্ছে। এছাড়া সে অপর একটি স্বার্থান্বেষী মহলের সাথে আঁতাত করে বর্তমান পৌরসভার উন্নয়ন কাজ ব্যাহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার সাথে পৌরবাসি থাকায় আল্লাহর অশেষ রহমতে কোন অপশক্তি পৌর উন্নয়ন ব্যাহত করতে পারবেনা এবং পৌরসভার অসম্পন্ন কাজ সম্পন্ন করবো।
এদিকে ঝালকাঠি নাগরিক ফোরাম আহবায়ক আহবায়ক আহমেদ আবু জাফর বলেন, পৌর নির্বাচন ইস্যু নিয়ে অনেক মামলা মোকর্দ্দমা গড়িয়ে শেষ পর্যন্ত শান্তিপূর্ন পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনের পর আবারও চক্রটি নির্বাচনকে অবৈধ দাবী করে ফলাফল বাতিলসহ নানা খোড়া অজুহাত তুলে আদালতের দাড়স্থ হচ্ছেন। কিন্তু চক্রটির ভিত্তিহীন অজুহাত আদালতের কাছে প্রমানিত হওয়ায় রীট খারিজ করায় সরকারের বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঝালকাঠি নাগরিক ফোরাম। বিবৃততে আরো বলা হয়েছে, পৌর নির্বাচন ইস্যু নিয়ে যারা এখনো ষড়যন্ত্রের বীজ বুনছে তাদের বিরুদ্ধে কঠোর আন্দোলনের মাধ্যমে বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে।