ঝালকাঠিতে বেতনের দাবিতে বিক্ষোভ

(আরইআরএমপি)  আওতায় জেলার ৩২ ইউনিয়নের ৩২০ নারী শ্রমিক বেতনের দাবিতে ঝালকাঠি জেলা প্রশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছে। ৫ মাসের বেতন থেকে বঞ্চিত এসব নারী শ্রমিকরা গতকাল মঙ্গলবার দুপুর ২ টায় থেকে বিকেল সাড়ে ৫ টা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে তাদের অভিযোগ জানান। এসময় জেলা প্রশাসক তার কার্যালয়ে না থাকায় নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এম আল আমিন ক্ষুব্ধ নারী শ্রমিকদের কথা শোনেন। তিনি এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করে তাদের পাওনা বেতন পরিশোধের ব্যাপারে পরামর্শ দেন।
এ ব্যাপারে নারী শ্রমিকরা জানান, আমরা গত এপ্রিল ২০১১ মাস থেকে আগষ্ট মাসের বেতন পাইনি। তাই সামনে ঈদ উপলক্ষে আমারা কিছুই করতে পারছিনা। ধারদেনা পরিশোধ করতে না পারায় পাওনাদারদের ভয়ে ছেলে সন্তান ছেড়ে পালিয়ে থাকতে হচ্ছে। ৫ মাসের বকেয়া বেতন পাশ না হলেও এক মাসের বেতন দিতে এলজিইডির ক্লার্করা আমদের কাছে ঘুষ দাবী করছে।  
এ ব্যাপারে এলজিইডি নির্বাহী প্রকৌশলী ইসমত কিবরিয়া এসব নারী শ্রমিকদের পাওনা বেতন পরিশোধের ব্যাপারে তাৎক্ষনিক কোন প্রতিশ্র“তি দিতে পারেননি। তবে তিনি গত জুলাই মাসের বেতন দেয়ার আশ্বাস দিয়ে গত ৩ মাসের বকেয়া বেতন পরে দেয়ার প্রতিশ্র“তি দেন। কিন্তু নারী শ্রমিকরা ঈদের আগেই তাদের বকেয়া পরিশোধের দাবি জানান।