গৌরনদীর সাত ইউনিয়ন চেয়ারম্যানদের আল্টিমেটাম

করার প্রতিবাদে বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানরা দু’দিনের আল্টিমেটাম দিয়েছেন। বুধবার উপজেলা প্রসাশনের উদ্যোগে অনুষ্ঠিত সমন্ময় পরিষদের সভায় চেয়ারম্যানরা আল্টিমেটাম দিয়ে বলেন, আগামি দু’দিনের মধ্যে হামলা ও লাঞ্চিতকারীদের গ্রেফতার করা না হলে তারা আগামী সমন্ময় পরিষদের সভা বর্জনসহ কঠোর আন্দোলনে নামবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার উপজেলা প্রসাশনের উদ্যোগে সমন্ময় পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, গত ২৩ আগস্ট বিকেলে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার ওপর হামলা ও গতকাল বুধবার সকালে খাঞ্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আকন ছিদ্দিকুর রহমানকে লাঞ্চিত করা হয়। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আগামি দু’দিনের মধ্যে হামলা ও লাঞ্চিতকারীদের গ্রেফতার করা না হলে  সাত ইউনিয়নের চেয়ারম্যানরা আগামি সমন্ময় পরিষদের সভা বর্জনসহ কঠোর আন্দোলনের হুমকি দেন। পরবর্তীতে চেয়ারম্যানদের এ দাবি রেজুলেশন করা হয়।

অপরদিকে বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন উপজেলার সাত ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।