হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

ওপর হামলাকারীদের গ্রেফতারে বরিশালের গৌরনদী থানা পুলিশের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে ওই বন্দরের ব্যবসায়ীরা মঙ্গলবার রাত ১১ টায় বন্দর এলাকায় ডাকা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। ব্যবসায়ী রুহুলকে পিটিয়ে আহত করার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় টরকী বন্দরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় বন্দরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামলা ও সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে গৌরনদী থানায় পৃথক দু’টি মামলা দায়ের হয়েছে।
জানা গেছে, চাঁদার দাবিতে টরকী বন্দরের ভাই ভাই অয়েল মিলের মালিক রুহুল আমীন সিকদারের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনায় রুহুল শিকদার বাদি হয়ে কবির তালুকদারের পুত্র রহিম তালুকদারসহ ৮ জনকে আসামি করে মঙ্গলবার রাতে গৌরনদী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। কসবা গ্রামের রাব্বি সরদার বাদি হয়ে ব্যবসারী রনি শিকদারসহ ১৫ জনকে আসামি করে একইদিন রাতে গৌরনদী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি পাল্টা মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত দু’জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়।