অবশেষে ছাত্রলীগ নেতার আত্মসমর্পন

নিজস্ব সংবাদদাতাঃ আইনের প্রতি শ্রদ্ধা রেখে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যানের ওপর হামলার মামলার আসামি ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করেছে। ছাত্রলীগ নেতার এ ব্যতিক্রমধর্মী ঘটনায় পুরো এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদীতে।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম জানান, পূর্ব বিরোধের জেরধরে গত ২৩ আগস্ট বিকেলে বার্থী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান প্যাদার ওপর হামলা চালায় ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু ও তার সহযোগীরা। এ ঘটনায় ওইদিন রাতেই চেয়ারম্যান শাহজাহান প্যাদা বাদি হয়ে গৌরনদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় কলেজ ছাত্রলীগের সহসভাপতি লুৎফর রহমান দ্বীপের ভাই ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু মোল্লাসহ আরো ৫ জনকে। মামলা দায়েরের খবর শুনে ছাত্রলীগ নেতা লুৎফর রহমান দ্বিপের নির্দেশে তার সহদর আসাদুজ্জামান বাবু গতকাল বৃহস্পতিবার দুপুরে গৌরনদী থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পন করে। তাৎক্ষনিক তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়।

ওসি আরো জানান, এভাবে আইনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আসামিরা পুলিশের কাছে আত্মসমর্পন করলেই সমাজ থেকে সকল প্রকার অপরাধ নির্মুল হবে। ছাত্রলীগ নেতার এ আত্মসমর্পনের ঘটনাটি একটি বিড়ল দৃষ্টান্ত বলেও তিনি উল্লেখ করেন।