চাঁদার টাকা না পেয়ে কলেজ ছাত্রের ওপর হামলা

নিজস্ব সংবাদদাতাঃ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বৃহস্পতিবার সকালে গৌরনদী থানা সংলগ্ন বালুরমাঠে বসে এক চাঁদাবাজ হামলা চালিয়ে আহত করেছে এক কলেজ ছাত্রকে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বরিশাল অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ও উপজেলা প্রাণী সম্পদ অফিসের কম্পাউডার জহুরুল ইসলামের পুত্র রিফাতুল ইসলামের কাছে অতিসম্প্রতি ৫ হাজার টাকা চাঁদাদাবি করে স্থানীয় উঠতি মাস্তান ফেলান ওরফে ফেলু। দাবিকৃত চাঁদার টাকার জন্য গতকাল বৃহস্পতিবার সকালে ফেলু থানা সংলগ্ন বালুর মাঠে বসে কলেজ ছাত্রকে রিফাতকে মারধর করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে রিফাতের সাথে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় তার (রিফাতের) চিৎকারে থানা পুলিশ এগিয়ে আসলে ফেলু পালিয়ে যায়। এ ঘটনায় কলেজ ছাত্রের পিতা জহুরুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা প্রাণী সম্পদ অফিসের ড্রেসার দেলোয়ার হোসেকে অফিসের মধ্যে ডুকে ফেলু ধারালো অস্ত্র ঠেকিয়ে এক হাজার টাকা চাঁদা দাবি করে। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ফেলু দ্রুত স্থান ত্যাগ করে। সূত্রে আরো জানা গেছে, গৌরনদী বন্দর এলাকায় ফেলু উঠতি মাস্তান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।