নিজস্ব সংবাদদাতাঃ বরিশালের রাজনৈতিক সচেতন বলেখ্যাত গৌরনদী পৌর বিএনপির উদ্যোগে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট জনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে আজ শুক্রবার। এ উপলক্ষে গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে (কলেজ মসজিদ প্রাঙ্গনে) ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মিন্টু ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ শাহ আলম ফকির কর্তৃক প্রেরিত একপত্রে জানা গেছে, ইফতারপূর্ব আয়োজিত আলোচনা সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতিজ্ঞাপন করেছেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে জেলা উত্তর বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যক্ষ আব্দুর রব, জেলা উত্তর বিএনপির সহসভাপতি মোঃ লোকমান হোসেন খান, এডভোকেট কামরুল ইসলাম স্বজলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।