আগৈলঝাড়ায় সিভিল সার্জনের গাড়ি অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন

গৌরনদী ও আগৈলঝাড়া সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়া হাসপাতালের এক চিকিৎসকের অবহেলায় জসিম নামের এক রোগীর মৃত্যুর ঘটনায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার বিকেলে রোগীর আত্মীয়-স্বজন, চেয়ারম্যান ও বিক্ষুব্ধ এলাকাবাসীরা হাসপাতালের সম্মুখে সিভিল সার্জনের গাড়ি অবরোধ করে অভিযুক্ত ডাক্তারের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের হেমায়েত সরদারের পুত্র জসিম সরদার (২৪) গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে বিষপান করে। তাকে আগৈলঝাড়া হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দ্বায়িত্বে থাকা উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শহিদুল ইসলাম রোগীকে কোন চিকিৎসা না ফোনাআলাপে ব্যস্ত হয়ে পরেন। এসময় জসিমের আত্মীয়-স্বজনেরা ডাঃ শহিদুলকে বার বার চিকিৎসা দেয়ার জন্য অনুরোধ করলেও তিনি (চিকিৎসক) কোন চিকিৎসাই দেননি। একপর্যায়ে ডাক্তারের দায়িত্ব অবহেলায় বিনাচিকিৎসায় জসিম মারা যায়। গতকাল শুক্রবার বরিশাল সিভিল সার্জন ডাঃ অনিল চন্দ্র দত্ত সড়ক পথে আগৈলঝাড়া চেম্বারে আসার সময় হাসপাতালের সম্মুখে এলাকাবাসি তার গাড়ি অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করে।

এ সময় জসিমের আত্মীয়-স্বজন, গৈলা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু ও বিক্ষুব্ধ এলাকাবাসী ডাঃ শহিদুল ইসলামের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। সিভিল সার্জন ডাঃ অনিল দত্ত জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।