ঝালকাঠির হেপি আজ খুব সুখী

আহম্মেদ আবু জাফর, ঝালকাঠি : নারীনেত্রী, সংস্কৃতিকর্মী ও সারেংগল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল সুলতানা হেপি এবার ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার তাকে এ নির্বাচিত করা হয়। এর আগে তিনি ঝালকাঠি সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হবার গৌরব অর্জন করেন। এক সময়ের সংবাদকর্মী হেপি ঝালকাঠি শহরের কাপুড়িয়াপট্টির মকবুল হোসেন বাদশার কন্যা। তিনি মালদ্বীপ ডাক প্রশাসন কর্তৃক ১৯৯৩ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সাহযোগিতা সংস্থাভূক্ত দেশসমূহের মধ্যে আয়োজিত একাদশ সার্ক পত্রলিখন প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথমস্থান অধিকার করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে আয়োজিত শিশু অধিকার বিষয়ক জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা, বিশ্ব যুব দিবসের জাতীয় ছড়া প্রতিযোগিতা, ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় শিশু-কিশোর পুরষ্কার প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় পুরষ্কার লাভ করেন। শিক্ষা জীবনেও তিনি ছিলেন একজন মেধাবীমুখ।

শিমুল সুলতানা হেপি স্টেপ্স টুয়ার্ডস ডেভলপমেন্ট এর বেগম সুফিয়া কামাল ফেলো হিসেবে নারী উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি স্থানীয় কবিতা চক্রের সহ-সম্পাদক, টিআইবির সচেতন নাগরিক কমিটির স্বজন, সূর্যালোক ট্রাস্টের নির্বাহী কমিটির সদস্য ও প্রথম আলো বন্ধু সভার সহ-সভাপতি হিসেবে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।