গৌরনদীতে সড়কের দু’পাশের সরকারি জমির ৫২টি গাছ কেটে বিক্রি করেছে এক বিএনপি নেতা

স্থানীয় শিক্ষক আব্দুল খালেক সেরনিয়াবাত, কলেজ ছাত্র মাসুম হোসেন, গরঙ্গল গ্রামের বাসিন্দা মানিক তালুকদারসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, প্রভাবশালী চাঁন মদ্দিন খানের পুত্র বিএনপি নেতা মজিদ খান গত কয়েকদিন ধরে সড়কের বদরপুর ত্রি-মুখী হইতে বদরপুর নলচিড়া অংশের ৬ টি ও বদরপুর হোসনাবাদ অংশের ৪৬ টি চাম্বুল, মেহেগনি, রেন্ট্রি, বাবলা ও পাহাড়ী নিম গাছ কেটে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকায় স্থানীয় গাছ ব্যাবসায়ীদের কাছে বিক্রি করেন। তারা আরো অভিযোগ করেন, গাছ কেটে নেয়ার বিষয়টি তারা (অভিযোগকারীরা) গৌরনদী বন বিভাগের কর্মকর্তা, গৌরনদী থানা ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো সত্বেও প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে গাছ কাটার ফলে বিষয়টি প্রশাসন দেখেও না দেখার ভ্যান করেছেন বলেও তারা উল্লেখ করেন।
গাছ বিক্রেতার সাথে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে গৌরনদী বন বিভাগের ফরেষ্টার মহেন্দ্র নাগ হালদার বলেন, বিষয়টি সম্পর্কে আমার কিছুই জানা নেই। গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মাহবুুব খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেউ অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।