বিএনপির যৌথসভা আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ

খোন্দকার কাওছার হোসেন : আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি। একই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল করার ব্যাপারেও নির্দেশ দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নির্দেশ দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ যৌথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাংস্কৃতিক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মেহেদী আহমেদ রুমী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ  মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সভাপতি নুরী আরা সাফা,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী সোহেল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, ওলামা দলের সভাপতি আবদুল মালেক, তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খান, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, এমন কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর পল্টন ময়দানে জনসভার জন্য মহানগরের পক্ষ থেকে জাতীয় ক্রীড়াপরিষদের কাছে আবেদন করা হয়েছে। যদি অনুমতি পাওয়া যায় তাহলে পল্টন ময়দানেই এ যাবৎকালের সবচেয়ে বড় সমাবেশ করবে দলটি। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার জন্যই যৌথসভা করা হয়।

পল্টন ময়দানে সমাবেশের অনুমতি না পেলে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করবে বিএনপি। সেক্ষেত্রে ফকিরাপুল মোড় থেকে নাইটিংগেল কাকরাইল হয়ে সমাবেশ শান্তিনগর পর্যন্ত বিস্তৃত হবে বলে জানান একজন নেতা। ঐ সমাবেশ থেকে প্রধান অতিথির বক্তৃতায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। যৌথ সভার সিদ্ধান্ত জানার জন্য সাংবাদিকরা উপস্থিত থাকলেও আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয়নি। দুএকদিন পরে
সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।  

যৌথসভায় কী নিয়ে আলোচনা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে  কেন্দ্রীয়  সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন বলেন, আন্দোলন কর্মসূচি দেয়া হবে। ওই কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলা হয়েছে।